স্বাধীনতার পঞ্চাশ বছর পরও নাগরিক নিরাপত্তা লঙ্ঘিত ; বাহাদুর শাহ 

Estimated read time 1 min read
Ad1

ডেস্ক নিউজ 
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর চেয়ারম্যান আওলাদে রাসুল (দ.) আল্লামা বাহাদুর শাহ মােজাদ্দেদী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে ক্ষমতাসীন
দলের উপর ভর করে সুযােগসন্ধানীদের ভাগ্য পরিবর্তন হয়েছে। কিন্তু সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। যাদের ভােটে সরকার গঠিত হয় তারা বাস্তুহারা
হয়ে রাস্তার ধারে ধারে রাত যাপন করে। তাদের নিরাপত্তার কথা কেউ ভাবেনি। সরকারের উচিত অগ্রাধিকারের ভিত্তিতে আঠারাে কোটি মানুষের জাতীয়
নিরাপত্তা বিধান করা।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ছাত্ররাজনীতি আজ কলুষিত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে ছাত্রনেতারা
তাদের দায়িত্বের কথা ভুলে গিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি আর খুন-খারাবিতে লিপৃত হচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্ররাজনীতিকে অতীতের গৌরবােজ্জবল পথে
ফিরিয়ে আনতে না পারলে দেশের ভবিষ্যত অন্ধকারে নিমজ্জিত হবে।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোাগে রাজধানীর ফটো জার্নালিস্ট এসােসিয়েশন হলে আয়ােজিত সংগঠনের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান
অতিথি ও প্রধান বক্তা যথাক্রমে আল্লামা বাহাদুর শাহ মােজাদ্দেদী ও অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর উপরােক্ত মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা মােশারফ হােসাইন হেলালী বলেন, দক্ষিণ এশিয়ার শান্তিপ্রিয় ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনা সুফিবাদ চরচার মাধ্যমে গঠনতান্ত্রিক
সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আপামর জনসাধারণের প্রশংসা অর্জন করেছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে অচিরেই ছাত্ররাজনীতির প্রতি মানুষের
ভুল ভাঙ্গবে।
সংগঠনের সভাপতি এবিএম আরাফাত মােল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরাে বিশেষ অতিথি ছিলেন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র, অর্থ সম্পাদক- এডভােকেট শাহেদুল আলম রেজবী। সাবেক কেন্দ্রীয় সভাপতি- এম এ নাঈম উদ্দিন। আঞ্জুমানে খুদ্দামুল
মুসলেমীন সৌদি আরব শাখার সভাপতি-হাফেজ হারুন মােস্তফা আর রশিদ।সভাপতির বক্তব্যে এবিএম আরাফাত মােল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের
অধিকার আজ ভূুলু্ঠিত। তথাকথিত ছাত্রনেতাদের তান্ডবে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিবিঘ্নে পড়ালেখা করতে পারছে না। ইসলামী ছাত্রসেনা আপামর ছাত্রসমাজের
অধিকার আদায়ের নির্দিষ্ট লক্ষ নিয়েই কাজ করছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত কর্মসূচিতে ছিল-
১. আগমী ২১ জানুয়ারী ২০২১ ইং, রােজ বৃহস্পতিবার, সকাল ০৯:৩০ মিনিটে ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সকল জেলা,
বিশ্ববিদ্যালয়, উপজেলা ও সমমানের সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা।
২. আগামী ২১ জানুয়ারী ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে রাজধানীতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলােচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হবে।
৩. আগামী ২২ জানুয়ারী থেকে ২৭ জানুয়ারী পর্যন্ত সংগঠনের সকল জেলা, বিশ্ববিদ্যালয়, মহানগর, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট সহ ইওতাধীন
শাখাসমূহ প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচী পালন করবাে।
৪. প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলােচনা সভা, ছাত্র সমাবেশ, কর্মী সম্মেলন, র্যালী, মিলাদ মাহফিল, সংগঠনের শহীদদের কবর যেয়ারত, ইসলামিক সাংস্কৃতিক
প্রতিযােগিতা, স্বাস্থ্যসেবা, মেডিকেল ক্যাম্প, রক্তদান, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরােপন সহ অন্যান্য সাংগঠনিক ও জনকল্যান মূলক কর্মসূচি
পালন করবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours