তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ জেটি থেকে সেন্টমার্টিননের উদ্দেশে জাহাজ চলাচল শুরু হয়েছে।
আজ (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়ায় নাফ নদী থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে বারো আউলিয়া জাহাজ। এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়া অধিদপ্তরের জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে আসায় জাহাজ চলাচল চালু করা হয়েছে। এতে আটকেপড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়া টেকনাফের ম্যানেজার মাহবুব আলম বলেন, সতর্কসংকেত প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল দশটায় টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়েছে এবং এর আগে সোমবার ও মঙ্গলবার সেন্টমার্টিন বেড়াতে গিয়ে রাত্রিযাপনের উদ্দেশ্যে অবস্থান করা সাড়ে তিনশতাধিক পর্যটককে ফিরিয়ে আনা হবে।
+ There are no comments
Add yours