জামালপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা আয়োজন করে সদর উপজেলা পরিষদ। মতবিনিময় সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন লিটা, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ প্রমুখ।
মতবিনিময় সভায় সদর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক—শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার জন্য প্রতিনিয়িত কাজ করে যাচ্ছে। যার কারণে এখন প্রাথমিক বিদ্যালয় গুলোতে মানসম্পূর্ন শিক্ষক নিয়োগ হয়ে আসছে। সেই জন্য প্রাথমিক শিক্ষার মান আরো ভালো করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
+ There are no comments
Add yours