ফকির মুরং ঝরনার সৌন্দর্য্য উপভোগ করতে ভ্রমন পিপাসুদের দিন দিন আগ্রহ বাড়ছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলী ওপর পাড়ায় এর অবস্থান।
ঝরনা থেকে অবিরাম ধারায় পানির প্রবাহমান ধারা, পাখির কিচিরমিচির শব্দ এবং পাহাড়, বন বেষ্টিত এই ফকির মুরং ঝরনা যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বিশেষ করে বর্ষায় নবরূপে প্রাণ ফিরেছে এই ঝরনার।
ঘাঘড়া বড়ইছড়ি সড়কের বটতলি এলাকার পূর্ব পাশ ধরে তিন কিলোমিটার পাহাড়ি পথ আর ছড়া পার হয়ে এ স্থানে পৌঁছাতে হয়। আশপাশে তনচংগ্যা পরিবারের বসবাস।
পথে পাগলিমুখ পাড়া, পাগলি মধ্যম পাড়া গ্রাম পার হয়ে পাগলি ওপর পাড়ায় গেলে এ ঝরনার দেখা মিলবে। এই স্থানে যেতে যেতে পর্যটকরা আরও উপভোগ করতে পারবেন পাহাড় থেকে বয়ে চলা ছড়ার পানির বহমান ধারা। আশপাশে অনেকগুলো পাহাড়ি গাছ-গাছালি এবং ছোট ছোট ঘর।
ঝরনা দেখতে আসা পর্যটকরা জানান, এই ঝরনায় আসার পথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছোট ছোট ঘর, ঝিরি থেকে বয়ে যাওয়া হিমশীতল পানি সত্যিই উপভোগ্য। এখানে এলে মনে হয় পৃথিবীর সব সুখ এখানে রয়েছে।
যেই আসবে এখানের প্রশংসা করতে বাধ্য হবে। প্রকৃতি আপন মহিমায় ঢেলে সাজিয়েছে এখানে। এ ছাড়া তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এর খবর পেয়ে এখানে আসতে আকৃষ্ট হয়েছেন বলে জানান।
ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা বলেন, ‘এই ঝরনা দেখতে প্রচুর পর্যটকের আগমন ঘটে। উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাই যেন এই ঝরনায় আসার পথটা উন্নয়নের ছোঁয়া পায়। আমরা মাঝে মধ্যে দেখতে পাই অনেক পর্যটক নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে। আশেপাশের মানুষের ফলমূল নষ্ট করে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এসব কাজ থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানাই।’
+ There are no comments
Add yours