তহসিলদার জয়নাল ধরা পড়লো দুদকের হাতে

Estimated read time 1 min read
Ad1

মিলটন ওয়াদাদার কক্সবাজার

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) মোহাম্মদ জয়নাল আবেদীনকে বৃহস্পতিবার ২১জানুয়ারী দুপুর ১২টার দিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় দুর্নীতি ও নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দুদক সূত্র মতে জানা গেছে, কক্সবাজার জেলায় চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে দালালদের সিন্ডিকেটটি তৈরি হয়েছে। এসব দালাল বিভিন্ন কৌশলে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে জমির মালিকদের নাম দিয়ে। বিষয়টি নজরে আসলে দুদক আনুষ্ঠানিক অনুসন্ধানে নামে।
গত১৮ফেব্রয়ারী ভূমি অধিগ্রহণ শাখার মোহাম্মদ ওয়াসিম নামের এক সার্ভেয়ারকে দুদক ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে নগদ টাকাসহ আটক করে।তার তথ্য ভিত্তিতে ২২জুলাই মোঃ সেলিম উল্লাহ ৩ আগস্ট মোহাম্মদ কামরুদ্দিন ও সালাহউদ্দিন নামের ৩ দালালকে আটক করে দুদক।
আটকের সময় কয়েককোটি টাকার নগদ চেক ও ভূমি অধিগ্রহণের মূল নথি উদ্ধার করা হয়। আটককৃতদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে প্রায় দেড়শ দালালের নাম উঠে আসে। উল্লেখ্য,গত ১৯ ফেব্রুয়ারী ৯৩ লাখ টাকাসহ বাহারছড়া ও তারাবনিয়ারছড়া এলাকা থেকে সার্ভেয়ার ওয়াসিমকে আটক করা হয়।তার কাছ থেকে ১৫ লাখ টাকার চেক ও ঘুষ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।
জমি অধিগ্রহণ ক্ষতিগ্রস্ত মালিকদের প্রতি অমানবিক আচরণ ও আর্থিক হয়রানি প্রকাশ্যে আসে। জেলা প্রশাসনের এল এ শাখার ৩০কর্মকর্তাকে ২৭ফেব্রয়ারী এক আদেশে শাস্তিমূলক বদলি করে ভূমি মন্ত্রণালয়।
আটককৃত জয়নাল আবেদীন কক্সবাজার শহরের পেশকার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours