জন্মদিনটা রাঙানোর স্বপ্ন থাকে সবারই। ২৯ বসন্তে পা রাখার দিনটা অবশ্য সুখকর হয়নি টাইগার এই উইকেটকিপার ব্যাটারের। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রান না করেই আউট হয়ে গেছেন লিটন।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংস শুরুর বলেই ধাক্কা বাংলাদেশের। আউট হয়ে গেছেন লিটন। বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন।
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। তবে সর্বশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দলের হয়ে রানে ফিরেছিলেন এই ব্যাটার। করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান। আজ গোল্ডেন ডাক হয়ে লজ্জার এক রেকর্ডে নামও লিখিয়েছেন লিটন। বিশ্বকাপ ম্যাচে ইনিংসের প্রথম বলে আউট হওয়া ষষ্ঠ ব্যাটার হয়েছেন তিনি।
এর আগে বিশ্বকাপ ম্যাচে প্রথম বলে আউট হওয়ার নজির রয়েছে ২০১১ সালের আসরেও। ওই আসরে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর কানাডার বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হন। সবশেষ ২০১৯ বিশ্বকাপে ম্যাচের প্রথম বলে আউট হন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে।
+ There are no comments
Add yours