চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন ও চাকসুর জি এস আজিম উদ্দিনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে।
সারা দেশ থেকে বিএনপির অনেক নেতাকর্মী দলটিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন নতুন দলকে সংগঠিত করা নেতারা। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম নামের দলটি আজ রোববার সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
সংগঠনটির নেতারা বলছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাবেক নেতার নেতৃত্বে গঠিত হওয়া দলটি নিয়ে এরই মধ্যে নানা আলোচনার জন্ম দিয়েছে। দলটির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন বিএনপির সাবেক নেতা ও চাকসু ভিপি নাজিম উদ্দিন। মহাসচিব হবেন আজিম উদ্দিন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯০ সালে চাকসুর নির্বাচনে ছাত্রলীগ থেকে ভিপি পদে নাজিম উদ্দিন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট থেকে জিএস পদে আজিম উদ্দিন বিজীয় হন। আজিম উদ্দিন ফেনীর দাগনভূঞার বাসিন্দা। দীর্ঘদিন ছিলেন কানাডায়।
অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন নাজিম উদ্দিন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে থাকতেন সামনের সারিতে। কিন্তু সম্প্রতি বিভিন্ন কারণে দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতেও তাকে কোনো পদ দেওয়া হয়নি। এজন্য ভিপি নাজিমের নতুন দল নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে বেশি।
আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, সারা দেশেই মনোনয়ন দেওয়া হবে। তবে চট্টগ্রাম অঞ্চলে আমাদের অবস্থান ভালো। চাকসু, ঢাকসু, জাহাঙ্গীর নগর ছাত্র সংসদসহ প্রাক্তন অনেক মন্ত্রীও সঙ্গে থাকবেন।
+ There are no comments
Add yours