নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান মো. কাজী হানিফ আনসারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে তাকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।
৮ অক্টোবর রাত ৩টার দিকে দুর্বৃত্তরা উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ঘটনার দুই দিন পর ১০ অক্টোবর ইউপি চেয়ারম্যান কাজী হানিফ আনসারীকে ১ নম্বর আসামি করে ৩১ জনের নামে মামলা হয়। চরপার্বতী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হাবীবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় কাজী হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে।’
+ There are no comments
Add yours