বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বছরে ১ হাজার স্পাইনের অপারেশন হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন দিবস-২০২৩ উপলক্ষে বিএসএমএমইউ ও নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, না হয় জাতিকে সুস্থ রাখা যাবে না। প্রতি বছর বাংলাদেশে প্রায় বিশ হাজার স্পাইনজনিত সমস্যার কারণে অপারেশন করতে হয়।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা, চিকিৎসার জন্য বাংলাদেশের কোনো রোগী যাতে বিদেশে না যায়। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কাজ করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, ‘মেরুদণ্ড আমাদের অমূল্য সম্পদ, মেরুদণ্ডের যত্ন নিতে হবে। মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি, মেরুদণ্ড আছে বলেই আমরা হাঁটতে পারি।
বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ মেরুদণ্ড রোগে আক্রান্ত হয়। তার মধ্যে ৫ লাখ মানুষ গুরুতর মেরুদণ্ডের রোগে ভুগছেন।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক, টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. আখলাক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, নিউরোস্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ নিউরো সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ফজলে এলাহি মিলাদ ও অধ্যাপক ডা. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আতিকুর রহমান।
+ There are no comments
Add yours