খবর বাংলা ডেস্ক
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ২৫ জানুয়ারি রাত ১২ টা থেকে ২৮ জানুয়ারী দুপুর ৩ টা পর্যন্ত তিন দিন মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস, জিপ ও পিকআপসহ সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরের দিন অর্থাৎ আগামী ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২৮ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরমধ্যে আগামী ২৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২৮ জানুয়ারি দুপুর ৩টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এছাড়াও নৌ-যান চলাচলে ২৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা হতে ২৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে এ নিষেধাজ্ঞায় আওতামুক্ত থাকবে নির্বাচনের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রম ব্যবহারের জন্য উল্লিখিত বাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
+ There are no comments
Add yours