ছদ্মবেশে পাসপোর্ট ও ভূমি অফিসে দুদকের অভিযান

Estimated read time 1 min read
Ad1

দুর্নীতি ও হয়রানির অভিযোগে ছদ্মবেশে ভূমি ও পাসপোর্ট অফিসে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের খুলনা কার্যালয় ও ফরিদপুরে এনফোর্সমেন্ট টিমের সেবাগ্রহীতা সেজে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বুধবার (১৮ অক্টোবর) সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক সেবা প্রদানে দালালের মাধ্যমে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ দাবিসহ হয়রানির অভিযোগে দুদকের খুলনা অফিস অভিযান পরিচালনা করা হয়।

টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে গোপন ক্যামেরায় গ্রাহক হয়রানির বিষয়টি রেকর্ড করে এবং কয়েকজন সেবা গ্রহীতার সঙ্গে কথা বলে। আসা সেবা প্রার্থীদের ভূমি সংক্রান্ত  কাজ অফিসের পাশে অবস্থিত দালালের কম্পিউটারের দোকান থেকে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দিয়ে করাতে বাধ্য করানো হয়। উক্ত দোকান থেকে কাজ না করালে সেবা প্রদানে বিভিন্নভাবে হয়রানি করা হয়।

অভিযানকালে টিম উক্ত কম্পিউটার দোকানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অফিশিয়াল আইডি লগ-ইন অবস্থায় পায়। এনফোর্সমেন্ট টিম বিষয়টি তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসনকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকান সিলগালা করেন। অভিযানকালে টিম ইউনিয়িন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করে।

রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও সরকারি ফি’র অতিরিক্ত অর্থ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদকের ফরিদপুর অফিস থেকে পৃথক আরও একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে দালালদের দৌরাত্ম্য, কম্পিউটার দোকানদার ও আনসারদের যোগসাজশে গ্রাহকদের হয়রানি, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ প্রদান না করলে গ্রাহকরা ভোগান্তির শিকার হওয়ার সত্যতা পাওয়া যায়।

এসব অনিয়মের ব্যাপারে অফিস প্রধানকে জানানো হলে তিনি উক্ত অনিয়মসমূহের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন দুদক টিমকে আশ্বস্ত করেন।দুদকের এনফোর্সটিম উভয় অভিযান ও অনুসন্ধানের প্রতিবেদন কমিশনে দাখিল করবে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours