জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’। গত ১৩ অক্টোবর ১৫৩টি সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর রেকর্ড গড়ছে ‘মুজিব’ বায়োপিক।
সিনেমাটির ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। সম্প্রতি এই চলচ্চিত্রের বিষয়ে একটি পোস্ট করে এই প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘মুক্তির এক সপ্তাহ না যেতেই ছবিটির প্রেক্ষাগৃহের সংখ্যা দাঁড়ায় ১৬১। বর্তমানে দেশের ১৬৪টি হলে চলছে মুজিব বায়োপিক। মুক্তির দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেক্ষাগৃহে মুক্তির সংখ্যা, যা এ দেশে এবারই প্রথম’।
ঢাকার বাইরে বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য মানুষের ঢল দেখা গেছে। সিনেমাটির দর্শক চাহিদার কথা মাথায় রেখে বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জেলায়।
ছবিটি দেখার জন্য দর্শকদের আহ্বান করেছের ঢাকাই চলচ্চিত্রের তারকারাও। সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান সিনেমার পোস্টারসমেত নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন।
+ There are no comments
Add yours