মোঃরিয়াজুর রাশিদ রুবেল
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাক্ষণবাড়িয়া,জেলার নাসিরসগরে ১৭ লক্ষ টাকা সরকারী অর্থ আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চিতনা গ্রামের ৮ নং ওয়ার্ডের ওই সদস্যের নাম মোঃ অাবুল কাসেম (দুলা)।
হাওড় অঞ্চল অবকাঠামো ও জীবন মান উন্নয়ন প্রকল্প হিলিপ এর নাসিরসগর উপজেলা সমন্বয়কারী মোঃ জাকির হোসেন জানন,২০১৫/১৬ অর্থ বছরে উক্ত ইউপি সদস্য অাবুল কাসেম বুরুঙ্গা মন্দির হতে চিতনা উত্তর গ্রাম পযর্ন্ত ২২ শ কিঃমিঃ রাস্তা মেরামতের জন্য অত্র প্রতিষ্টান থেকে ১৭ লক্ষ টাকা নিয়ে কাজ না করে সমস্ত অর্থ অাত্মসাৎ করে ফেলে।
তিনি বলেন আবুল কাসেমকে মৌখিক ভাবে অনেক বার ও পর পর চার বার লিখিত নোটিশ প্রদান করার পরও কোনরুপ কর্নপাত করেনি সে।
অবশেষে ২০২১ সালের ১২ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র বিজ্ঞ চীপজুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অাদালতে সমন্বয়কারী জাকির হোসেন বাদী হয়ে অাবুল কাসেম কে আসামী করে মামলা দায়ের করলে অাদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ( ওসি) এ টি এম আরিচুল হক ইউপি সদস্য মোঃ আবুল কাসেম দুলা মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে।
+ There are no comments
Add yours