বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৩ হাজার ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি সাগর জিৎ’।
আজ (২১ অক্টোবর) সকালে কয়লাবোঝাই জাহাজটি বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে। এর আগে গত ৩ অক্টোবর ৩৪ হাজার ২০০ মেট্রিক টন কয়লা খালাস করে মোংলা বন্দর ত্যাগ করে বিদেশি জাহাজ ‘এমভি লুনা রোজা’।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৫৬ হাজার ৫১০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি। পরে ১৭ অক্টোবর রাতে চট্টগ্রাম বন্দরে ২৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লা খালাস শেষে অবশিষ্ট কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী অপারেশন কর্মকর্তা মো. হোসেন ইমান বলেন, আমরা কয়লাগুলো খালাস শুরু করেছি। খালাস শেষে লাইটার জাহাজে করে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হবে।
+ There are no comments
Add yours