রাজধানীর মিরপুরে মারধরের পরে অসুস্থ হয়ে পড়েন ওমর ফারুক নামে এক ব্যবসায়ী। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। শনিবার রাতে শাহ আলী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক বাবার সঙ্গে গাড়ির চাকার ব্যবসা করেন। মাস দেড়েক আগের এক ভুল বোঝাবুঝির জেরে একদল কিশোর তাকে মারধর (চর-থাপ্পড়) করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিৎসক জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ডিএমপির দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়ায় এখনো মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুনিয়রদের মারধরে মানসিক আঘাত পান এবং সেই চাপে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুমুখে পতিত হন। ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
+ There are no comments
Add yours