শ্রমিক চায় ২০ হাজার টাকা, মালিক দেবে ১০ হাজার

Estimated read time 1 min read
Ad1

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক পক্ষের প্রতিনিধিরা। এ দাবির প্রেক্ষিতে মালিকরা দিতে চান ১০ হাজার ৪০০ টাকা।

আজ (২২ অক্টোবর) রাজধানীর পল্টনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে লিখিত এসব প্রস্তাব দেওয়া হয়।

শ্রমিকদের হয়ে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। এ প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান নূন্যতম মজুরি ২ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দিয়েছেন।

দুপক্ষের প্রস্তাব গ্রহণের পর মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, শ্রমিক পক্ষ চাচ্ছেন ২০ হাজার আর মালিক পক্ষ বলছেন ১০ হাজার টাকা। দুপক্ষের প্রস্তাবনায় বেশ ফাঁরাক রয়েছে।

আপনারা এই ব্যবধান কমিয়ে আনেন। আপনাদের আরও সাতদিন সময়ে দেওয়া হলো। মজুরি বোর্ডের পঞ্চম সভা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। সভায় মজুরির ব্যবধান কমিয়ে প্রস্তাব দেবেন।

শ্রমিক মালিক পক্ষের প্রস্তাবে সব সময় পার্থক্য থাকে বলে জানিয়েছেন বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বৈশিক অর্থনীতির অবস্থা ও শিল্প-উদ্যোক্তাদের বিভিন্ন প্রেক্ষাপট সামনে রেখে আমরা এই প্রস্তাবনা তৈরি করেছি।

প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, তারপর এখন শুরু হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধ। সব কিছু বিবেচনায় করে মজুরি বৃদ্ধি করতে হবে।

তবে চেয়ারম্যান যেহেতু শ্রমিক ও মালিক পক্ষের মজুরি প্রস্তাব কমাতে বলেছেন, আমরা দ্রুত সময়ে উদ্যোক্তাদের সঙ্গে আলাপ অলোচনা করে আগামী সভায় জানিয়ে দেব।

এছাড়াও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শ্রমিকদের জীবনমান মূল্যায়ন করে ন্যূনতম বেতন ১৭ হাজার ৫৬৫ টাকা করার প্রস্তাব দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours