স্মার্ট হবে চন্দনাইশ : কৈয়ুম চৌধুরী

Estimated read time 1 min read
Ad1

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী দুঃসময়ের ত্যাগী তৃণমূল সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সদস্য ও রিহ্যাব কেন্দ্রীয় ভাইস-প্রেসিডেন্ট আব্দুল কৈয়ুম চৌধুরী আগামীর স্মার্ট বাংলাদেশে স্মার্ট চন্দনাইশ গড়ার নানান পরিকল্পনার কথা জানিয়েছেন।

অভিজাত কমিউনিটি সেন্টার রেডিসন কনভেনশন কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব পরিকল্পনার কথা বলেন।

তিনি জানান, রাজনীতির বাইরে মানবিক কাজ করা আমার নেশায় পরিণত হয়েছ। আমি রাজনীতির বাইরে গিয়ে আমার ছাত্রজীবন থেকে সামাজিক কাজ গুলো করে আসছি আমার দায়বদ্ধতা থেকে। দেশের প্রতিনিধিত্ব করতে হলে আপনাকে চৌকস লিডারশীপ করতে হবে এবং মানুষের নিয়ে কাজ করার আকাঙ্ক্ষা থাকতে হবে। সমাজের বেকারত্ব ও শিক্ষার মান আপনাকে শতভাগ নিশ্চিত করতে হবে। আপনারা জানেন বেকারত্ব দূর করতে আমার নানা প্রদেক্ষগুলো। আমি মনে করছি আমি যে ইতি মধ্যে ৩০০জনের চাকরি নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি তা পর্যায়ক্রমে বেকারত্ব নিশ্চিত হবে বলে আশা করছি।

আগামী ২৮ অক্টোবর টানেল উদ্বোধন হতে যাচ্ছে এবং কক্সবাজার রেল সড়ক উদ্বোধন হতে যাচ্ছে। এই যে উন্নয়ন যার পাইপ লাইন হবে আমাদের এই চন্দনাইশ। আমরা যেহেতু অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন শিল্প নিয়ে কাজ করি এখনি আমাদের সুযোগ এসেছে এই অঞ্চল নিয়ে একটি পরিকল্পিত নগর তৈরি করা। এবং চন্দনাইশের বৃহৎ পাহাড়ি এলাকায় ফ্রুট জোন তৈরি করার জন্য সরকারের ঊর্ধ্বতন মহলকে আমি জানিয়েছি। এবং পটিয়া থেকে দোহাজারী রেল লাইন উন্নত করা। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এসব বিষয়ে আমি কথা বলেছি। এসব পরিকল্পনা গুলো বাস্তবায়ন হলে চন্দনাইশ একটি দক্ষিণ অঞ্চলের স্মার্ট উপজেলা হিসেবে গড়ে উঠবে বলে আমি আশা করছি।

মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৪( চন্দনাইশ -সাতকানিয়া আংশিক ) আসনে গতবারের ন্যায় এবারও দলীয় মনোনয়ন চাইবেন বলে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।

পরিশেষে তিনি চন্দনাইশের মানুষের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, চিকিৎসা, ও করোনা কালীন ভূমিকা তুলে ধরেন। আগামী দিনের স্মার্ট চন্দনাইশ নিয়েও কিভাবে তিনি কাজ করবেন তার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours