ঘূর্ণিঝড় ‘হামুন’ বাংলাদেশের উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে পড়েছে। ফলে রাজধানীর সদরঘাট থেকে সারা দেশে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)।
আজ (২৫ অক্টোবর) সকালে বিআইডব্লিটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।
এদিকে বরিশাল থেকেও সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। নদীবন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, বরিশাল থেকে সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন উপকূলের দিকে অগ্রসর হলে বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours