আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও নিম্নমুখী হয়েছে। এতে সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, ভোজ্যতেল তৈরির মূল্য উপকরণটির মূল্য গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।
গতকাল (২৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে ব্যাপক সয়াবিন মাড়াই হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলবীজটির সরবরাহ বৃদ্ধির জোরাল সম্ভাবনা জেগেছে। এ প্রেক্ষাপটে পণ্যটি দর হারিয়েছে।
গত সোমবার বাজার বন্ধ হওয়ার পর প্রকাশিত সাপ্তাহিক এক রিপোর্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) অনুমান করছে; মোটের ওপর প্রায় তিন চতুর্থাংশ সয়াবিন মাড়াই করেছেন মার্কিন কৃষকরা। ফলে দেশটি থেকে বৈশ্বিক মার্কেটে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। তাতে পণ্যটি চাপে পড়েছে। এ ছাড়া বিশ্বের আরেক শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনটি হলে দেশটিতে সয়াবিন রোপণ ত্বরান্বিত হবে। ফলে তেলবীজটির দাম নিম্নগামী হয়েছে।
আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে। ১২ ডলার ৮৪ সেন্টে। কর্মদিবসের শুরুতে যা ছিল গত ১৬ অক্টোবরের পর সবচেয়ে কম।
+ There are no comments
Add yours