পাবনার ঈশ্বরদীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালো ইন্জিনচালিত পাওয়ার টিলার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন দুজন।
আজ (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক সড়কের সরকারী এস এম মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী।
আহতরা হলেন আলাইপুর গ্রামের সিএনজিচালক মাহাবুল আব্দুর রশিদ (৩২), আওতাপাড়া গ্রামের বাসিন্দা আলা মণ্ডলের ছেলে মালেক (৩০)। সকালে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সরকারী এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে ট্রাক-অটোরিকশার ও শ্যালো ইন্জিন চালিত পাওয়ার টিলার ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। স্থানীয়রা অটোরিকশাচালক ও এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
+ There are no comments
Add yours