খালেদা জিয়া ও বিএনপির সর্বশেষ অবস্থা

Estimated read time 1 min read
Ad1

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা অত্যন্ত সফলভাবে অপারেশন করতে পেরেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। খালেদা জিয়া এখন সিসিইউতে আছেন বলেও জানান মির্জা ফখরুল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের চিকিৎসার জন্য বিদেশে থেকে তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তারা অত্যন্ত সফলভাবে, তারা যে কাজে এসেছিলেন, সেই পদ্ধতি তারা করতে পেরেছেন।’

আরও পড়ুন >>> কৌশলে ঢাকার পথে বিএনপির নেতাকর্মীরা

অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে খালেদা জিয়ার জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বানও জানিয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশে সরকার বিরোধীদের আসন্ন মহাসমাবেশের প্রসঙ্গটিও পররাষ্ট্র দপ্তরের এই ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে বলেও জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও >>> দূরপাল্লার যাত্রায় শঙ্কা-আতঙ্ক

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই ব্রিফিংয়ের বিস্তারিত বক্তব্য তুলে ধরা হয়েছে।

এছাড়া রাজধানীতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির ২০ জনের অধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে দাবি করেছে দলটি।  শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু , ২০ জনের অধিক নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours