ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় উলিপুরে ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ভূমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার (জানুয়ারি ২৩) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে স্বপ্নের এ ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোছাঃ নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির উদ্দিন সরকার, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুবিধাভোগীগন।
+ There are no comments
Add yours