জামালপুরে আন্তজেলা ডাকাত দলের প্রধান আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ইসলামপুর থানার পুলিশের অভিযানে দেওয়ানগঞ্জ ও ফুলছড়ির সীমান্ত এলাকার সবুজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুস ছাত্তার ইসলামপুর উপজেলার জিগাতলা গ্রামের মৃত মহির উদ্দিন ওরফে ময়েজ উদ্দিনের পুত্র।
জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম শুক্রবার সন্ধ্যায় তাঁর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বলেন, সাত্তার ডাকাত যমুনা নদী এবং যমুনা নদীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতংক। ভাড়াটে খুনি সাত্তার ডাকাত আটকের খবরে ইসলামপুরের চরাঞ্চলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
সাত্তার ডাকাত ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি রাতে ইসালামপুর উপজেলার চরবরুল গ্রামে একটি মুদি দোকানে প্রবেশ করে ছমেদ আলী নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করে। এ ছাড়াও তার বিরুদ্ধে ইসলামপুর থানায় ডাকাতি, হত্যাসহ সাতটি, বকশীগঞ্জ এবং ফুলছড়ি থানায় একাধিক মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
+ There are no comments
Add yours