মৃত্যুর ১৭ মাস পর ব্যবসায়ীর লাশ কবর থেকে তুলে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। গাজীপুর শ্রীপুরের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৩০) এর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযোগে জানা যায়, পূর্ব থেকেই প্রতিবেশী দেলোয়ারার সঙ্গে বিরোধ ছিল তোফাজ্জলদের। পূর্ব বিরোধেই অভিযুক্তরা ২০২২ সালের ৮ জুন পরিকল্পিতভাবে হত্যা করতে তোফাজ্জলকে কুপিয়ে আহত করে। পরে ঘটনা ধামা চাপা দিতে ট্রেনে কাটার নাটক সাজায় তারা। ঘটনার ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তোফাজ্জলের বড় ভাই মোফাজ্জল হোসেন গাজীপুর জুডিশিয়াল আদালতে ভাই হত্যার বিচার দাবিতে সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার অভিযুক্তরা হলো মো. রাকিব মিয়া (৩২), মো. মোখলেছ মিয়া (৩০), মো. হারুন (৩০), মোসা. দেলোয়ারা (৪০), মো. রুবেল মিয়া (২৮), মো. রাসেল (২৫) ও মো. কামরুল আহসান গোলাপ (৫০)। এই মামলার শুনানি শেষে আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, দাফনের পর দীর্ঘ ১৭ মাস পরে আদালতের নির্দেশে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিহতের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
+ There are no comments
Add yours