রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমস সেবা চালু হবে। চিলাহাটি দিয়ে মানুষ ভারতে প্রবেশ করতে পারবে।
গতকাল (৪ নভেম্বর) দুপুরর নীলফামারীর চিলাহাটিতে নবনির্মিত চিলাহাটি আইকনিক স্টেশন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
আগামী ১১ নভেম্বর চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী দিনে উত্তরাঞ্চলের নীলফামারীর চিলাহাটি সীমান্ত থেকে কক্সবাজার পর্যন্ত টেন চলবে। খুলনা মঙ্গলা বন্দর থেকে রেলপথ দিয়ে সরাসরি মালামাল আসবে এই স্টেশনে।’
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মো. গোলাম সবুর, রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক প্রমুখ।
+ There are no comments
Add yours