অবরোধের পাশাপাশি চট্টগ্রামে চলছে বিএনপির ডাকা হরতাল। এতে সমর্থন জানিয়েছে জামায়াত। হরতালকে কেন্দ্র করে দিনের প্রথম প্রহরে নগরের মূল সড়কগুলোতে গাড়ি চলাচল করছে কম। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী সাধারণ যাত্রীরা।
আজ (৫ নভেম্বর) সকালে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ চিত্র দেখা গেছে। যানবাহন কম থাকায় অনেকেই হেঁটে অফিসের পথে রওনা দিয়েছেন। এদিকে নাশকতা এড়াতে নগরের স্টেশন রোড, কাজীর দেউড়ি মোড়, বহদ্দারহাট, কোতোয়ালি মোড় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে বিপুলসংখ্যক পুলিশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (৪ নভেম্বর) হরতালের ঘোষণা দেয় বিএনপি। শনিবার রাতেই হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেন দলটির নেতাকর্মীরা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক বলেন, ‘অবরোধ-হরতালকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।’
+ There are no comments
Add yours