নারায়ণগঞ্জে একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ (৭ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে৷
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম বলেন, ‘শাহ সিমেন্ট কোম্পানীর কভার্ডভ্যানটি রাস্তার একপাশে দাঁড় করানো ছিল। অজ্ঞাত কিছু লোক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ করে।’
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। এ ছাড়া যারা গাড়িতে আগুন দিয়েছে পুলিশ তাদের শনাক্ত করার চেষ্টা করছে বলে জানান ওসি নূরে আযম।
পুলিশের একটি সূত্র জানায়, হেফাজতে থাকা ওই ব্যক্তি মাইক্রোবাস চালক। আগুন দেওয়ার পর তার ওই মাইক্রোবাসে চড়ে পালানোর চেষ্টা করেছিল দুবৃত্তরা। তবে পুলিশ পৌঁছানোর আগে তারা পালিয়ে গেলেও মাইক্রোবাসসহ আটক হন চালক।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
+ There are no comments
Add yours