শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দুটি বিশেষ মেট্রোট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। এ ট্রেন দুটি আগামীকাল বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে চলবে।
আজ (৭ নভেম্বর) ডিএমটিসিএল এর এমআরটি লাইন-৬ উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭.১০ মিনিটের এবং সকাল ৭.২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেট্রোট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এই দুটি ট্রেনে শুধু এমআরটি/রেপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
+ There are no comments
Add yours