জামালপুর জেলা কারাগারে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।
এর মধ্যে সোমবার (৬ নভেম্বর) রাতে মাদক মামলার কারাবন্দি শাহীন হাওলাদার ও মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দি ইয়াকুব আলী জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাহীন হাওলাদার মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রামের মৃত ময়েন উদ্দিন ফকিরের ছেলে। ইয়াকুব আলী মেলান্দহ উপজেলার কাংগালর্কুশা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলের মৃত্যু হয়েছে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানান, মাদক মামলার কারাবন্দি শাহীন হাওলাদার চলতি বছরের ৩১ আগস্ট থেকে কারাগারে ছিল।
রাত ১২টায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। অপরদিকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দি ইয়াকুব আলী ২০১৮ সাল থেকে কারাগারে ছিল। মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ও ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
+ There are no comments
Add yours