গার্মেন্ট কর্মীদের সঙ্গে সংঘর্ষে উদ্বেগ যুক্তরাষ্ট্রের

Estimated read time 0 min read
Ad1

ন্যূনতম মজুরির দাবিতে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বৈধ শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে অপরাধীকরণে নিন্দা জানিয়েছে দেশটি।

গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ নিন্দা ও উদ্বেগ জানান।

মিলার বলেন, গত সপ্তাহে ২৬ বছর বয়সী কারখানার শ্রমিক এবং সোমিলিটো গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ইউনিয়ন সদস্য রাসেল হাওলাদার পুলিশের হাতে নিহত হওয়ার খবরে আমরা মর্মাহত।

এ ছাড়া ঢাকার একটি কারখানার ভেতরে বিক্ষোভকারীদের আগুনে ৩২ বছর বয়সী ইমরান হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। একই সঙ্গে তাদের পরিবার এবং বৃহত্তর শ্রমিক সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাই।

শ্রমিক ও ট্রেড ইউনিয়নের ওপর দমনপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপরাধমূলক অভিযোগের তদন্তের আহ্বানও জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours