কুড়িগ্রামের উলিপুরে পানির স্রোতে ভেঙে পড়া সেতুর বিকল্প রাস্তা তৈরি করে জনসাধারণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকল্প রাস্তাটি চলাচলের জন্য প্রস্তুত করা হয়। এর আগে ১৯ অক্টোবর ভোরে পানির তীব্র স্রোতে সেতুর নিচের মাটি সড়ে গিয়ে গিদারি নদীর সেতুটি ধসে পড়ে।
প্রায় ৫৫ বছর আগে পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া গ্রাম দিয়ে প্রবাহিত গিদারি নদীর ওপর গ্রামীণ সেতুটি নির্মাণ করা হয়। গত মার্চে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গিদারি নদীর খনন কাজ শুরু করেন। খননের কাজ এখনো চলমান রয়েছে।
এতে নদীতে পানিপ্রবাহ বেড়ে যাওয়ায় সেতু ভেঙে পড়ে। ফলে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন পান্ডুল ইউনিয়নের শতাধিক মানুষ
এলাকাবাসী জানান, সেতুটি ধসে পড়ায় প্রায় ৫ গ্রামের মানুষের চলাচলে বিঘ্ন ঘটেছিল। এ ছাড়া হালকা ও ভারী যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে তাদের ২ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। এর কারণে সময় ও অর্থ দুয়ের অপচয় হয়েছিল। এখন পান্ডুল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অস্থায়ী বিকল্প রাস্তা তৈরি করে জনসাধারণের দুর্ভোগ কমিয়েছেন।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান এ বিষয়ে বলেন, সেতুটি পুনঃনির্মাণ করার জন্য উপজেলা প্রকৌশলীকে প্রস্তাবনা পাঠানোর জন্য বলা হয়েছে।
+ There are no comments
Add yours