আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

Estimated read time 1 min read
Ad1

ইউরোপের দেশ আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প হয়েছে।

গতকাল (১০ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেইকানেস উপদ্বীপে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, এ ঘটনার পর বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাত ও আরও বড় মাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন। এ জন্য নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ উপদ্বীপের কাছেই একটি আগ্নেয়গিরি রয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ ঘটনার পর কয়েকদিনের মধ্যে দেশটিতে অগ্ন্যুৎপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইসল্যান্ডের গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার লোক বসবাস করেন। এটি ভূমিকম্পগুলোর উপকেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। অগ্ন্যুৎপাত শুরু হলে গ্রামটির লোকজনকে সরিয়ে নেওয়া হবে।

সংস্থাটির তথ্যনুসারে এ সিরিজ ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours