ডিবি পরিচয় দিয়ে র্যাব সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার কালন মিয়াকে আটক করেছে র্যাব-৮।
আজ (১২ নভেম্বর) র্যাব-৯ এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান এ তথ্য নিশ্চিত করেন। আটক ডাকাত সর্দার কালন মিয়া (৪৩) মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীপুর গ্ৰামের বাসিন্দা।
র্যাব-৯ জানায়, গত ৬ নভেম্বর রাতে কমলগঞ্জ থানার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনাসদস্য বর্তমান র্যাব এ কর্মরত সুনীল সিংহের বাড়িতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ (৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫), চাচি রাজকুমারী সিনহাকে (৫০) অস্ত্রের মুখে জিম্মি করে। পরে হাত-পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইলসেটসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার আব্দুল্লাহ আল নোমান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনাটি মিডিয়ার মাধ্যমে মৌলভীবাজারসহ দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলে। এরই পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ সিলেট চাঞ্চল্যকর এ ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তৎপরতা জোরদারের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ডাকাতের নামে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র চুরি ও ডাকাতির একাধিক মামলা চলমান। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours