খুলনার পথে ১১ ট্রেন, ৬৫০ বাসে যশোর আ.লীগের নেতাকর্মীরা

Estimated read time 0 min read
Ad1

প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন যশোর আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী।

আজ (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে যশোরের বিভিন্ন রেল স্টেশন থেকে ১১টি বিশেষ ট্রেনে তারা যাত্রা করেন। এ ছাড়া ৬৫০টি বাসে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা খুলনা যাচ্ছেন।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, রেলওয়ের কাছ থেকে ১১টি ট্রেন ভাড়া করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ভাড়ার টিকিট ট্রেনে যাওয়া নেতাকর্মীদের হাতে আগেই পৌঁছে দেওয়া হয়। এ ছাড়া বাস মালিক সমিতির মাধ্যমে ৬৫০টি বাস ভাড়া করা হয়েছে। যশোর থেকে ১ লাখ ১০ হাজার মানুষ জমায়েত করার টার্গেট করেছি।

যশোর রেলওয়ে স্টেশনমাস্টার আয়নাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে নেতাকর্মীরা যেতে যশোর জেলার অভয়নগর, সদর, ঝিকরগাছা ও বেনাপোল স্টেশন থেকে ৮টি এবং কুষ্টিয়া চুয়াডাঙ্গা থেকে তিনটি ট্রেন ভাড়া নিয়েছে যশোর জেলা আওয়ামী লীগ। নিদিষ্ট যাত্রী নিয়ে এসব ট্রেন আপডাউন করবে।’

সমাবেশে যশোরের নেতাকর্মীদের অবস্থান বিষয়ে যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু বলেন, ‘খুলনার জনসভায় যশোরের নেতাকর্মীরা সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ডাকবাংলো এলাকার মধ্যে অবস্থান নেবেন। এর বাইরে তারা যাবেন না। প্রতিটি জেলার জন্য জায়গা নির্দিষ্ট করা রয়েছে। জনসভায় যোগ দেওয়া নেতাকর্মীদের জন্য দলের পক্ষ থেকে সকালে নাশতা ও দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।’ এদিকে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে ট্রেন। তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours