রাঙামাটি সদরের তবলছড়ি এলাকার লোকালয় থেকে উদ্ধার করা অজগরটির ঠিকানা হয়েছে কাপ্তাই জাতীয় উদ্যানে।
আজ (১৫ নভেম্বর) সকালে কাপ্তাই বন বিভাগের সদস্যরা অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ১১ ফুট দৈর্ঘ্যের অজগরটির ওজন প্রায় সাড়ে ৯ কেজি।
এছাড়া অজগরটি মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি এলাকার লোকালয় থেকে উদ্ধার করেছে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে বন বিভাগের স্পেশাল টিম। পরে সেটি কাপ্তাই রেঞ্জকে বুঝিয়ে দেওয়ার পরে ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ কাপ্তাই জাতীয় উদ্যানে ইতোমধ্যে বেশ কয়েকটি অজগর সাপসহ বিভিন্ন বণ্যপ্রাণী লোকালয় থেকে উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।
+ There are no comments
Add yours