তালেবান অধ্যুষিত আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় এক অদ্ভূত দৃশ্য দেখা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একে-৪৭ রাইফেল বহন করে স্কেটিং করছেন তালেবান সদস্যরা।
ভিডিওতে আরও দেখা যায়, সামরিক বাহিনীর একটি চলন্ত যানবাহনের পাশে তালেবান সদস্যরা রাস্তায় স্কেটিং করছেন।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ জানায় তালেবানরা স্কেটিং করার পাশাপাশি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণেও কাজ করছেন টেলিগ্রাফের সূত্র মতে ভিডিওতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ কর্মকর্তাদের দেখা গেছে।
১১ নভেম্বর ইউটিউবে ২২ মিনিটের ভিডিওটি শেয়ার করেন আফগানিস্তানের অ্যাথলেট ইয়াদুল্লাহ মারভি। তিনি পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করার অনুরোধ জানান।
২০২১ সালের ১৫ আগস্ট যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ এশীয় দেশটির রাজধানী কাবুল দখল করে নেয় তৎকালীন বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
+ There are no comments
Add yours