হরতাল সফল করার চেষ্টায় বিএনপির বের করা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।
এতে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছুড়ে।
আজ (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের জামতলা থেকে বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে আসেন। একই সময়ে উল্টো দিকের আরপিননগর থেকেও একটি মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসেন। পুলিশ এ সময় নেতাকর্মীদের বাধা দিলে দুই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে পুলিশ দুই দিকেই টিয়ারশেল ছুড়ে। ২০ মিনিটব্যাপী পুলিশ ও বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া চলে।
এ বিষয়ে সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, কত রাউণ্ড টিয়ারগ্যাস ছোড়া হয়েছে তা পরে বলতে হবে। এ প্রতিবেদন লেখার সময় দুপুর ১২টা পর্যন্ত পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
+ There are no comments
Add yours