মোঃ সারোয়ার | কর্ণফুলী প্রতিনিধিঃ
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে প্রাকৃতিক নিয়মে পশু মোটাতাজা করার ব্যস্ত শেষ সময় পার করছে কর্ণফুলীতে থাকা বিভিন্ন খামারীরা।ইতিমধ্যে উপজেলার আবাসিকে বসেছে পশুর হাট।করোনার এই সময়ে আশানুরূপ ক্রেতা পাওয়া নিয়ে খামারিরা রয়েছে বড় দুশ্চিন্তায়।
এরকম কয়েকজন খামারিদের সাথে কথা হয় খবর বাংলার তারা জানান, প্রতিবছর এইসময়ে অনেক ক্রেতার তোরজোর বেড়ে যায়, অনেক ক্রেতা খামারে এসে কোরবানির পশু পছন্দ করে এবং দরকষাকষি করে ।
এবছর তা অনেকটা ভিন্ন ক্রেতার সাড়াশব্দ তেমনটা পাওয়া যাচ্ছে না। তারা আরো বলেন, করোনার কারণে অনেক ক্রেতা আর্থিক সংকটে রয়েছে আবার অনেকে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে পশুর হাটে যাবে না। অনেকে আবার ছেড়ে দিতে পারে কোরবানি।
+ There are no comments
Add yours