জয়পুরহাটের সদর উপজেলায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় এক সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত ২টার দিকে সদরের জামালপুর পূর্ববাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (১৯ নভেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি আক্কেলপুর উপজেলার পূর্ব রুকিন্দিপুর গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে। মাসুদ থানা ছাত্রদলের সাবেক সেক্রেটারি ছিলেন।
বর্তমানে তিনি বিএনপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে পিকআপে আগুন দেওয়ার অভিযোগ এনে থানায় মামলা দায়ের হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১০টার দিকে সদরের চকদাদরা ফকিরপাড়া গ্রামের খাড়ী ব্রিজের পশ্চিম পার্শ্বে একটি খালি পিকআপ ভ্যানে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের আগুন নিভিয়ে ফেলেন। আগুনে পিকআপটির সামনের অংশ পুড়ে গেছে।
এ ঘটনায় জয়পুরহাট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। এরপর র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ রানাকে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পূর্ব বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।
+ There are no comments
Add yours