আ.লীগ থেকে মনোনয়ন ফরম কিনলেন জাসদ কেন্দ্রীয় নেতা

Estimated read time 1 min read
Ad1

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) স্থায়ী কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন দ্বাদশ জাতীয় নির্বাচনে লীগের মনোনয়ন পেতে দলটির দলীয় আবেদন ফরম সংগ্রহ করেছেন। নেত্রকোনা-৫ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

আজ (২০ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন ড. আনোয়ার হোসেন। কম সময়ের মধ্যে জাসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেবেন বলেও জানান তিনি ।

জাসদ সূত্রে জানা যায়, সর্বশেষ গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত জাসদের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ড. আনোয়ার হোসেন। সেখানে দলীয় মনোনয়ন বোর্ড, নির্বাচন পরিচালনা কমিটি, নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি গঠন করা হয়। যেখানে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য হিসেবে রাখা হয় আনোয়ার হোসেনকে।

আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন জানিয়ে জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নেওয়ার বিষয়টি দলের স্থায়ী কমিটিকে জানিয়েছি। আমাদের পূর্বধলায় (নেত্রকোনা-৫ আসন) আমার ছোট ভাই বেলাল (ওয়ারেসাত হোসেন বেলাল) তিনবারের সংসদ সদস্য। তিনি গুরুতর অসুস্থ হওয়ায় এখন নির্বাচন করতে পারছে না।

আনোয়ার হোসেন বলেন, আমি অবশ্যই জাসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেব। তাদের (জাসদ) বিষয়টি জানিয়ে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours