নাশকতার অভিযোগে রাজধানীর পৃথক সাত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানসহ অঙ্গসংগঠনের ১৪০ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
এর মধ্যে নিউমার্কেট থানার মামলায় মৃত বিএনপি নেতা মো. আবু তাহের দাইয়াকে সাজা দিয়েছেন আদালত। তিনি চার বছর আগে নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালীন মারা গেছেন। মৃত ব্যক্তিকে সাজা দেওয়ায় তার পরিবার ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে মৃত তাহেরের ছেলে এহসান বলেন, আমার বাবা রাজনীতি করতো। তিনি চার বছর আগে মারা গেছে। মৃত বাবার আদালত সাজা দিয়েছেন, এটা শুনে খারাপ লাগলো। একজন মৃত ব্যক্তিকে কিভাবে আদালত সাজা দেয় আমার জানা নাই। তবে আদালত সঠিক কাজ করেনি। এটা আমাদের মর্মাহত করেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারিতে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় মামলায় নিউমার্কেট থানায় মামলায় হয়। এ মামলায় এজাহারনামীয় সাত নম্বর আসামি ছিলেন আবু তাহের। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ২১ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। এ মামলায় বিচার চলাকালীন চার বছর আগে তিনি মারা যান।
এ মামলার বিচার শেষে আবু তাহের, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ ১৪ জনকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। এর মধ্যে দণ্ডবিধি ১৪৩ ধারায় আসামিদের ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
+ There are no comments
Add yours