‘ডিগবাজি দিয়ে যে কোনো সময় যে কোনো ঘরের দরজা খুলে ঢুকে যাব, বি কেয়ারফুল’, এমনটাই শোনা গেল ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানের মুখে। একটি ভিডিওতে দেখা যায় তিনি চেয়ার থেকে উঠে দুটি ডিগবাজি দিয়ে ভূমিতে থাকা একটি হেলিকপ্টারের সামনে গিয়ে বসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জায়েদ খানকে এখন ‘ডিগবাজি জায়েদ খান’ নামেই ডাকেন। একটি ইভেন্টে ডিগবাজি দেওয়ার পর এ নামে তাকে ডাকছেন নেটিজেনরা। তাই ডিগবাগির মাধ্যমেই নির্মাতা ফারুকীর ছবির প্রচারণা করলেন জায়েদ খান। সেই ভিডিও ক্লিপে নির্মাতাসহ একাধিক কলাকুশলীরাও ছিলেন।
চরকি প্রযোজিত ফারুকী অভিনীত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। একে সংক্ষেপে বলা হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। নিজের পরিচালনায় এর চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটির প্রযোজনা সংস্থা জানিয়েছে, আগামী ৩০ নভেম্বর চরকিতে এই ওয়েব ফিল্মটি দেখা যাবে।
+ There are no comments
Add yours