বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে জব্দ ৪ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
আজ (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। পরে বিকেলে জব্দকৃত অবৈধ এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচএমএম হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০২৩ সালের ১ নভেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৮ মাস ঝাটকা ধরা, পরিবহন, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বিষখালী নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
+ There are no comments
Add yours