কামাল পারভেজ অভি,স্টাফ রিপোর্টারঃ
সৌদিআরবের তায়েফ শহরে সৌদি নাগরিকের পানির টাঙ্কি পরিস্কার করতে গিয়ে মামা-ভাগিনাসহ তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত তিন বাংলাদেশি হলেন,কুমিল্লা দাউদকান্দির আজগর আলীর ছেলে লিটন মিয়া (৩৫), তার ভাগিনা চাঁদপুর মতলব পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান (২২) এবং কচুয়া চাঁদপুরে বাতাপুকুরিয়ার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২৩)।
খোজ নিয়ে জানা যায়, রোববার (২৪ জানুয়ারি) দিনগত রাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতারা ওই দেশে ফ্রি ভিসায় কাজ করতেন বলে জানা যায়।বুধবার সকালে নিহত মেহেদির চাচাত ভাই মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে মঙ্গলবার রাতে আমাকে মৃত্যুর সংবাদটি জানায়।মাসুদ আরও বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নিহত তিন জনের মরদেহ বর্তমানে সৌদিআরবের তায়েফ শহরের স্হানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
+ There are no comments
Add yours