দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ক্ষেত্রে স্থানীয় মেয়র ও চেয়ারম্যানদের জন্য ১০ দফা নির্দেশনা দেয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা পালনে অবহেলা করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ (২৩ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম স্বাক্ষরিত আদেশে এ তথ্য তুলে ধরা হয়। যেখানে সিটি ও পৌর মেয়র; জেলা, উপজেলা ও ইউপি চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনার মধ্যে রয়েছে;
- নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান;
- নির্বাচন কমিশন থেকে সময়ে সময়ে যে সব আদেশ বা নির্দেশ দেয় তা প্রতিপালন;
- নির্বাচনী মিছিল, সভা ও প্রচারণা অবাধ, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান;
- কোনো নির্বাstচনী অফিস বা প্রতীক বা পোস্টার নষ্ট করার যে কোনো প্রচেষ্টারোধে সামাজিক প্রতিরোধ গঠনে সহায়তা;
- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদে এমন কোনো উন্নয়ন স্কিম গ্রহণ ও বাস্তবায়ন করবে না যা নির্বাচনে কোনো প্রার্থীর ভোট প্রাপ্তিতে বা প্রচারণার পক্ষে ব্যবহৃত হতে পারে;
- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুদান বা অনুদানের প্রতিশ্রুতি দিতে পারবে না যা কোনো প্রার্থীর ভোট প্রাপ্তি বা প্রচারের কাজে প্রভাব বিস্তার করবে;
- স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো অফিস, যানবাহন এবং অন্যান্য সম্পত্তি কোনো প্রার্থীর নির্বাচন বা প্রচারণার কাজে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। মাশুল পরিশোধ করেও ব্যক্তিগত কাজে কোনো যানবাহন ব্যবহার করার অনুমতি দেওয়া যাবে না;
- স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীরা কোনো প্রার্থীর নির্বাচনী কাজে বা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না;
- ভোটকেন্দ্র নির্মাণসহ নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য সব কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান তা প্রদান করবে;
- এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিরা তাদের পদমর্যাদা, সরকারি সুযোগ সুবিধা ইত্যাদি কোনো প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবেন না।
+ There are no comments
Add yours