দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে বেকায়দায় পড়তে পারেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। কারণ এসব আসনে দলীয় মনোনয়নবঞ্চিতরা প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন।
এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে দলীয় সভাপতির ইতিবাচক মনোভাবকেই তারা সামনে আনছেন। দল থেকে বহিষ্কারের হুমকি না থাকার বিষয়টি তাদের প্রতিদ্বন্দ্বিতা করার পালে হাওয়া জুগিয়েছে আরও।
গতকাল (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চট্টগ্রামের ১৬টি আসনের নৌকার প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মনোনয়নবঞ্চিত হয়ে কয়েকজন জানিয়েছেন, তারা নৌকা প্রতীকের বিপক্ষে লড়বেন। জনপ্রিয়তার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সংসদে যাবেন। তবে কিছুটা স্বস্তির হওয়া বইছে চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে। কারণ এই চারটি আসনে নৌকার ‘বিদ্রোহী প্রার্থী’ না থাকার বিষয়টি প্রায় নিশ্চিত হওয়া গেছে।
আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে যারা লড়তে চান তাদের একজন চট্টগ্রাম ১৫ ( সাতকানিয়া লোহাগাড়া) সংসদীয় আসনের নৌকা প্রার্থীকে তিন বার হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া আবদুল জব্বার চৌধুরী। জনপ্রিয়তা কে পুঁজি করে আগামী সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে চট্টগ্রাম ১৫ আসনে নির্বাচন করবেন বলে জানান।
+ There are no comments
Add yours