মোহাম্মদ আনোয়ার আজম স্টাফ রিপোর্টার(চট্টগ্রাম) প্রতিনিধি; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী আজ দুপুর ১১-৩০ মিনিটে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ের নিকট রাউজান (৬) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ওহাব পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান ইকবাল।
ইতিপূর্বে এবিএম ফজলে করিম চৌধুরীর পাথরঘাটা বাসার সামনে রাউজানের প্রত্যেক ইউনিয়ন হতে সভাপতি ও সম্পাদক এবং চেয়ারম্যানের নেতৃত্বে শত শত নেতা কর্মি উপস্থিত হন।তিনি বাসা হতে পায়ে হেঁটে কর্মিদের সাথে নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হন।নমিনেশন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,আমি চাই যে সমস্ত রাজনৈতিক নিবন্ধনকৃত দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছেন সবাই রাউজানে প্রার্থী দিয়ে নির্বাচন কে উৎসবে পরিনিত করুক।
আমি খেলতে চাই।আমি গোলকিপার ছাড়া গোলবারে গোল দিতে চাই না।আওয়ামী থেকে ও কেউ বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করতে চাইলে করতে পারে।ইনশাআল্লাহ রাউজানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে নির্বাচন হবে।আমার ভোট আমি দেব এই পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসন কে আমার পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।
+ There are no comments
Add yours