কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলা চালিয়েছে বহিরাগতরা। কুমিল্লা টমছম ব্রিজের ইউটার্নে এ ঘটনা ঘটে। বাসে হামলা চালায় বহিরাগতরা। এতে বাসের জানালার গ্লাস ভেঙে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়।
বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা টমছম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের একজনকে ক্যাম্পাসে তুলে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরে প্রোক্টরিয়াল বডির সহায়তায় হামলাকারীকে পুলিশের হাতে সোর্পদ করা হয়।
এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম আরিফুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে আমাদের অবগত করলে আমরা যায়। যে ছেলেটা আপরাধী তাকে আমাদের হেফাজতে নিই। আর যারা যারা আঘাতপ্রাপ্ত তাদের নাম ঠিকানা নিয়েছি। তারা যদি মামলা করে আমরা আইনগত ব্যবস্থা নেব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, শহরে বহিরাগতরা আমাদের শিক্ষার্থী বাসে হামলা করে। তারই প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা হামলাকারীদের থেকে একজনকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসে। নিয়ে আসার পর আমরা প্রক্টরিয়াল বডি পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে প্রক্টরিয়াল অফিসে নিয়ে আসি। পুলিশ প্রশাসন এবং আমাদের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।
+ There are no comments
Add yours