আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ আসন চট্টগ্রাম-১ মিরসরাই। পূর্বে পাহাড় আর পশ্চিমে বঙ্গোপসাগরের কোলঘেঁষা জনপদ মিরসরাই। প্রকৃতির নিদারুণ বুনো ঝরনা আর পাহাড়ি ঝিরিপথের এ অঞ্চলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর হচ্ছে। এটি মিরসরাইয়ের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে বহুগুণ।
কারণ অর্থনৈতিক অঞ্চলের মূল প্রভাব বহন করছে মিরসরাই। ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে মিরসরাই উপজেলা তথা চট্টগ্রাম-১ সংসদীয় আসন গঠিত হয়েছে। এই আসনে মনোনয়ন পেয়েছেন স্টার সিনেপ্লেক্সের কর্ণধার ও চলচ্চিত্র প্রযোজক মাহবুব রহমান রুহেল।
তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দীন। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সবশেষ তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ থাকলে এক কথা। মিরসরাইয়ে কেন পরিবারতন্ত্র হবে। সাধারণ মানুষ ও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা ত্যাগী নেতাকেই ভোট দেবেন বলে আমার বিশ্বাস।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঘিরে মিরসরাইয়ের আওয়ামী রাজনীতি আবর্তিত। ৮০ বছর বয়েসি আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিভিন্ন অনুষ্ঠানে আগামীতে আর নির্বাচন করবেন না বলে সরাসরি ঘোষণা দিয়েছিলেন।
তবে বিকল্প হিসেবে তিনি তারই মেজ ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেলকে বিভিন্ন অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিয়েছেন। রবিবার আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে রুহেলকে মনোয়ন দিল।
+ There are no comments
Add yours