রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিট ৩৩ সেকেন্ডে (বি.এস.টি) দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এদিকে রাজশাহী, সিলেট, রংপুর, চুয়াডাঙ্গা, নোয়াখালী, কুষ্টিয়া থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। যার উৎপত্তিস্থল হতে দূরত্ব ৮৬ কিমি. (ভূমিকম্প পর্যবেক্ষণাগার ও গবেষণা কেন্দ্র, ঢাকা হতে দক্ষিণ পূর্ব দিকে)। এটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প।
+ There are no comments
Add yours